বিসমিল্লাহির রাহমানির রাহিম !!
আশা
করি আপনারা সবাই ভাল আছেন । তো চলুন তাহলে আজকের টিউন শুরু করি ।
কোপার্টিনো প্রযুক্তিপণ্য নির্মাতা বলেছে অ্যাপলের সবশেষ স্মার্টফোন আইফোন
৬ এর ৪.৭ ইঞ্চির তুলনায় ৫.৫ ইঞ্চি আকৃতির মডেলটিই হবে বেশি ক্ষমতাসম্পন্ন।
‘কাউয়েন অ্যান্ড কো’ এর বিশ্লেষক বিশ্বস্ত সুত্রের তথ্যসহ এক বিবৃতিতে
বিষয়টি দৃঢ়ভা্বে জানান। সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে বহু
প্রত্যাশিত এই স্মার্টফোনের দুটি মডেলের মধ্যে ৪.৭ ইঞ্চি নিয়েই বেশি খবর
প্রকাশ পাচ্ছে। তবে ৫.৫ ইঞ্চি মডেল নিয়েও আশার খবরে এসেছে প্রযুক্তি
বিশ্লেষকদের থেকে।
টিমোথি আর্কুরি‘র মতে, ৪.৭ ইঞ্চির তুলনায় ৫.৫ ইঞ্চিই হবে অধিক
ক্ষমতাসম্পন্ন। শুধুমাত্র এর প্রসেসরই নয় টাচ পার্টগুলোও হবে ভিন্ন ধরনের।
পণ্যটিতে প্রচলিত বৈশিষ্ট্য ছাড়াও সমৃদ্ধ চিপসেট থাকবে।
এর আগে আইফোন ৬ এর বড় পর্দা তৈরি নিয়ে টেক জায়ান্টের বিপাকে পড়ার বিষয়টি সংবাদ মাধ্যমে আসে। পণ্যটিতে সম্ভাব্য লেড প্রযুক্তির ডিসপ্লেতে টাচ সেনসিটিভিটি বিষয়টি ছিল সমস্যার কারণ। সেই কারণে অ্যাপল এদিকে দৃষ্টি রাখছে বলে অনুমান করা হচ্ছে।এছাড়া অনুমানিত তথ্য যে নির্ভরযোগ্য এর কারণ হিসেবে বলা হয়েছে অ্যাপলের আকস্মিকভাবে কার্যক্রমে পরিবর্তনসাধন। সাধারণত পণ্যের বৈশিষ্ট্যের হিসাবে প্রতিষ্ঠানটি পর্দার আকার বড় করে অথবা রেজ্যুলেশন বাড়িয়ে থাকে। আরো বলা হয়েছে আসন্ন পণ্যটির ছোটটির তুলনায় বড়টিতে অ্যাপলের রেটিনা স্টান্ডার্ডে পুচুর পরিমানে পিক্সেল দেওয়া হয়েছে।দৃষ্টান্ত হিসেবে আইপ্যাড মিনির ১.২৯ গিগাহার্জের সঙ্গে তুলনা দিয়ে আইপ্যোড এয়ারের ১.৩৯ গিগাহার্জ গতির এসেভেন প্রসেসরের বিষয়টি সামনে আনা হয়। এদিকে খবরটি প্রকাশ্যে আসায় অ্যাপল পণ্যের মধ্যে কাজের ক্ষেত্রে বড় ধরনের ব্যবধানের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সোর্স : বাংলানিউজ
0 comments:
Post a Comment